নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মো: নাহিদ খন্দকার সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ দায়িত্ব পেয়েছে।
জানা যায় ১৯ মার্চ ২০২৫ রোজ বুধবার মল-চত্ত্বরে অনুষ্ঠিত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা নির্বাচিত হোন। উক্ত নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন মেহেদী হাসান ইমন ২০১৭-১৮ সেশন, সিফাত হাসান ২০১৮-১৯ সেশন, ফাইজুল্লাহ ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আগামী এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় নরসিংদী জেলা ছাত্রকল্যান সমিতির সভাপতি মো: নাহিদ খন্দকার, সিনিয়র সহ-সভাপতি মিতু আক্তার ও সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদকে দিয়ে কমিটি অনুমোদন করা হয়েছে।