আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডাঃ মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল শিক্ষাবৃত্তি প্রদান ও হাজী আলী আকবর আইডিয়াল স্কুলে তারণ্যের উৎসব বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলার হাজী আলী আকবর আইডিয়াল স্কুলে তারণ্যের উৎসব বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উত্তীর্ণ মেধাবী ১১ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ,পরীক্ষার সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
হাজী আলী আকবর স্কুলের সভাপতি হাজী ডা. মোঃ আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল আমিন হালদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দা তানজিন আফরিন, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন’সহ প্রমূখ। বৃত্তি প্রদানে পৃষ্ঠপোষকতা করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের রেজিস্ট্রার ইএনটি ডা. রহমত উল্লাহ পাভেল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম ডাঃ মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল শিক্ষাবৃত্তির প্রশংসা করে বলেন, একটি শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা ও প্রতিযোগিতার চেতনাকে জাগিয়ে তোলার জন্য ডাঃ মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল শিক্ষাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন আয়োজন মেধাবীদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
শেষে বক্তারা ডাঃ মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল শিক্ষাবৃত্তি এমন কর্মকাণ্ডের ধারা অব্যহত থাকার আহ্বান জানিয়ে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য যে গত ২৪ জানুয়ারী ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে আসা ১৩১ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন। বৃত্তি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের আজীবন ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং কম্পিউটার প্রশিক্ষণ ও গ্রাফিক্স ডিজাইন কোর্স প্রদান করা হবে।