1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান

বেলাবতে এক রাতেই ৬ দোকানের মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব বাজারে একরাতে কম্পিউটার দোকান’সহ ছয় দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। সকালে বাজারের ব্যবসায়ীরা ও ক্ষতিগ্রস্থ দোকানীরা বাজারে গিয়ে দেখে দোকান ঘরের টিনের চাল কেটে চুরেরা সর্বস্ব চুরি করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ  ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে বেলাব বাজারের কলেজ রোডের দোকান গুলো বন্ধ করে ব্যবসায়ীরা বাড়িতে চলে যায়।  সকালে ব্যবসায়ীরা বাজারে এসে দোকানে চুরির বিষয়টি দেখতে পায়। চুররা দোকানের টিন কেটে ভেতরে মাওলা বেকারী, মা কনফেকশনারি,
বাংলাদেশ এন্ড ফটোকপি দোকান, মা হার্ডওয়ার, ফারুকের অমি ফটোকপি এন্ড কম্পিউটার এবং আবুল হোসেনের মুদির দোকানের মালামাল চুরি করে নিয়ে যায়। তারা দোকানগুলোর প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী অমি কম্পিউটারের মালিক মোঃ ফারুক মিয়া বলেন, আমার দোকান থেকে মোবাইলের ডিসপ্লে, ব্যাটারী’সহ আনুষঙ্গীক প্রায় বিশ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। আমি মনে করি এসব চুরির সাথে পাহাড়াদার জড়িত।

বাংলাদেশ এন্ড ফটোকপি দোকানের মালিক জিয়া উদ্দিন  জানান,আমি সকালে দোকানে এসে দেখি দোকানের জিনিস পত্র অগোছালো ভাবে পরে আছে। আমার দোকান থেকে ৫০-৬০ হাজার টাকার মোবাইলের মিনিট কার্ড, এমবির কার্ড নিয়ে গেছে।

ব্যবসায়ীরা জানান, গত তিন মাসে বেলাব বাজারে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির ঘটনা নিয়মিত ঘটলেও অপরাধীরা থাকে ধরাছোঁয়ার বাইরে। এতে আমরা আতংকিত হয়ে পড়েছি।

বেলাব বাজারের পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি বলেন, আমি চুরির ঘটনা শুনেছি। ব্যবসায়ীরা নিয়মিত পাহাড়াদারদের বেতন প্রদান করেন না। একারনে পাহাড়াদার নিয়মিত ডিউটিও করেনা। এসব কারনে চুরির ঘটনা  ঘটেছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT