আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক :.নরসিংদীর বেলাব উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন কলেজের অধ্যক্ষ ও বারৈচা অনার্স কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোঃ ইমরুল কয়েস ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৮। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার সকাল ১১ টায় প্রথম জানাজা শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন কলেজ মাঠে ও দ্বিতীয় জানাযা ভাটের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজ শেষ তার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করার কথা রয়েছে।
শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন কলেজের অধ্যক্ষ মোঃ ইমরুল কয়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ,পরিচালনা পরিষদ, অভিভাবক, ছাত্র -ছাত্রী ও এলাকাবাসী।