ডেস্ক রিপোর্ট : দ্য লন্ডন ক্লিনিক থেকে খালেদা জিয়াকে বাসায় নিয়ে যান ছেলে তারেক রহমান। পাশে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান দ্য লন্ডন ক্লিনিক থেকে খালেদা জিয়াকে বাসায় নিয়ে যান ছেলে তারেক রহমান।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তিনি দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন। দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসায় থেকে খালেদা জিয়া চিকিৎসা নেবেন।
ছেলে তারেক রহমান হাসপাতাল থেকে উত্তর লন্ডনের কিংসটনের বাসায় মা খালেদা জিয়াকে নিয়ে যান। এ সময় সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।