নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ জানুয়ারী) সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের লোহাজুড়ি চকের একটি ক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গতকালই এই ধানক্ষেতে চারা রোপন করা হয়। আজ সকালে সড়কের পাশের ক্ষেতটিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, সকালেই স্থানীয় এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করণের চেষ্টাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।