আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে হোসেন নগর ফুটবল একাদশ কতৃক আয়োজিত আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর পাইলট হাই স্কুলের মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
হোসেন নগর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ হারুন-অর-রশিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রনেতা ও সাবেক ফুটবলার আলহাজ্ব এম এ মতিন।
এইসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউসার কাজল, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন তারেক মীর,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক বদরুজ্জামান শিপন মীর,সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাহালম আহমেদ,বিশিষ্ট সমাজ সেবক মোঃ বাচ্চু মিয়া, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো জনি মীর, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতা মোঃশ্যামল মীর’সহ প্রমুখ। খেলায় দেওয়ানের চর ফুটবল একাদশ শ্রীরামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।