1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

মনোহরদীতে প্রায় প্রতিরাতেই গরু চুরির হিড়িক

সাইফুর নিশাদ
  • প্রকাশিতঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার
Oplus_131072

সাইফুর নিশাদ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীর গ্রাম জনপদ থেকে প্রায় প্রতিরাতেই গরু চুরি হচ্ছে বলে খবর রয়েছে। গত এক সপ্তাহে এখানে শুধু চালাকচর ও তার পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম থেকেই ১৫/২০ টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে গতকাল রোববার রাতে এক গ্রাম থেকে ২ ব্যক্তির ৬ টি গরু চুরি সংগঠিত হয়েছে বলে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে।

গতকাল রোববার রাতে মনোহরদীর চকতাতারদী গ্রামের দুটি বাড়ী থেকে ৬ টি গরু চুরি হয়। গত ৫ জানুযারী দিবাগত রাতে উক্ত গ্রামের তপন চৌকিদারের বাড়ীর গোয়াল থেকে তিনটি গরু চুরি হয়।তপন মন্ডল জানান,গরু দুটির বর্তমান বাজারমূল্য প্রায় লাখ ২ টাকা।

একই রাতে তার প্রতিবেশী রুহু মন্ডলেরও ২টি বকিন গরু ও ১ টি বাছুর চুরি হয়। এতে তারও প্রায় দু লাখ টাকার বেশী ক্ষতি হয়। এর সপ্তাহ খানেক আগে চালাকচর গ্রামের সাইদুর মেম্বারের বাড়ী থেকে রাতের আঁধারে তার ২টি বলদ গরু চুরি হয়।বলদ দু’টির বর্তমান বাজারমূল্য অনুমান দেড়লাখ টাকার মতো বলে জানা গেছে। একই রাতে তার প্রতিবেশী কাজল রবিদাসেরও ২ টি গাইগরু চুরি হয়। গরু দুটির বাজার মূল্য হবে অনুমান ১ লাখ ২০/৩০ হাজার টাকা।

এর কিছুদিন আগে এক রাতে উপজেলার জামালপুর গ্রামের ৪ বাড়ী থেকে ৬ টি গরু চুরির ঘটনা সংঘটিত হয়। এতে বীরু দেবনাথের ১ টি গাভী,ফরিদের ১ টি গাভী ও ১ টি বাছুর,জনাব আলীর ১ টি গাভী ও ১ টি বাছুর গরু ও একই গ্রামের মাইনু মিয়ার বাছুরসহ ১ টি দুধেল গাভী চুরি হয়।

এ ব্যাপারে ওসি মনোহরদী মোঃ আব্দুল জব্বার বলেন, লোকমুখে গরু চুরির কিছু বিষয় তিনি শুনেছেন।তবে কেউ অভিযোগ নিয়ে আসেনি। তিনিসহ থানা পুলিশের বিভিন্ন টিম এ বিষয়ে প্রতিরাতেই টহল কার্যক্রমসহ নানাভাবে তৎপরতা অব্যহত রেখেছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT