মো: বেলায়েত হোসেন : নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যায়নরত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ জানুয়ারি) দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আরিফ পাঠানের সভাপতিত্বে এবং প্রফেসর শরীফ হোসেন ভূইয়ার সঞ্চলনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, সুপ্রিমকোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল, আই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইউ মহাসিন পাটোয়ারী সিদ্দিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিতু আক্তারসহ ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও মানবাধিকার কর্মী সাইয়দ আব্দুল্লাহ প্রমুখ।
পরে অতিথিদের উত্তরীয় প্রদান ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এবারের নবীনবরণ অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।