1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এটিএম বুথের ভিতরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আসামি গ্রেপ্তার পলাশে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোর, ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে দেশ হারালো এক বলিষ্ঠ দেশ প্রেমিককে : মঈন খান শিবপুরের শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূলহোতা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার নরসিংদীতে ব্রিজ থেকে লাফ দিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোর পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু

রায়পুরায় কাদাপানি থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় একদিন বয়সী এক নবজাতক কন্যা শিশুর মরদেহ ব্যাগে ভরে কাদাপানিতে পুতে রাখা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা। নবজাতকের মরদেহ নিয়ে স্থানীয়দের মনে তৈরী হয়েছে নানান কৌতুহল। খবর পেয়ে পুলিশ ওই নবজাতকের মরদেহটি থানায় নিয়ে আসে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের প্রাইমারি স্কুলের পেছনে মরা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা একটি মরানদীর পাড়ে খেলতে যায় কয়েকজন শিশু। পরে ব্যাগে থাকা ওই নবজাতককে দেখতে পায় একজন। ঘটনাটি এলাকায় বলাবলি শুরু হলে খবর পেয়ে শিশুটির মরদেহ দেখতে নদীর পাড়ে ভীর জমায় স্থানীয়রা। তবে কে এমন কাজ করেছে তা এখনো জানাতে পারেনি পুলিশ।

বিকেলে খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে নবজাতকটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা গত রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যাক্তি ওই নবজাতককে কাদাপানিতে ফেলে রেখে গেছে।

এ ব্যাপারে রায়পুরা থানার এসআই শাহজাহান বলেন, স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখতে পাই শরীরে কাদাপানি লাগানো একদিন বয়সের একটি মেয়ে বাচ্চার মরদেহ। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তিতে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

নরসিংদীর কন্ঠস্বর / এম এম ইসলাম

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT