আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (রহঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও পবিত্র বিশ্ব ইসলামী মহা-সম্মেলন ২০২৫ উপলক্ষে নরসিংদী বেলাব উপজেলা জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলা নারায়নপুর বাসস্ট্যান্ডে উপজেলা জাকের পার্টির আয়োজনে দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলাব উপজেলা জাকের পার্টি সভাপতি মোঃ গোলাপ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দ।
এই সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টি উত্তর সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ আবদুল্লাহ,রায়পুরা উপজেলা পূর্বঅঞ্চলের সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানী, নরসিংদী জেলার জাকের পার্টি দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ মোমেন মিয়া,উপজেলা জাকের পার্টি সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির নান্নু, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম’সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।