শিবপুর সংবাদদাতা : নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়ন পরিষদে রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায়, সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ এন্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট ( আরএমটিপি) প্রকল্পের আওতাধীন নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের “ মাঠ দিবস “ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হারিস রিকাবদার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, একাউন্টস অফিসার মোঃ ইমরান উল হক, এভিসিএফ মোস্তফা কামাল, মৎস্য খামারি সাইদুর রহমান খান প্রমুখ। এসময় ইউপি সদস্যসহ এলাকার বিভিন্ন মৎস্য খামারিগণ উপস্থিত ছিলেন।
উক্ত মাঠ দিবসে উপস্থিত অতিথিবৃন্দগণ মৎস্য খামারিদের উদ্দেশ্যে পুকুরে উত্তম মৎস্য চাষ, মৎস্য চাষে প্রোবায়োটিক এবং এরোটর ব্যবহার এর উপকারিতা ও বিভিন্ন প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এছাড়াও সিসিডিএ কতৃক বাস্তবায়িত উক্ত প্রকল্পের চলমান বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।