নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম (৪২) নামে এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বীর বাঘবের এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের রায়েরগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে এবং আহিনাফ ক্যাফের ম্যানেজার।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মোটরসাইকেল নিয়ে আব্দুল হালিম তার কর্মস্থল বেলাব বাজারে অবস্থিত আহনাফ ক্যাফেতে আসতেছিল। হালিমের মটরসাইকেল বীর বাঘবের ঈদগাহ মাঠের কাছে আসতেই বিপরিত দিক থেকে আসা টমটম ধাক্কা দেয়। এতে আ: হালিম ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত আহত অবস্থায় স্থানীয় লোকজন বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ তানজিনা আফরিন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল তাই তাকে স্পষ্ট ডেড ঘোষণা করা হয়েছে।