1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর শিবপুরে রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পলাশ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শিবপুরে সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে খনন, ভেঙে পড়ার আশঙ্কা দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনি নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামীলীগ: প্রেস সচিব নরসিংদীর বেলাবতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার নরসিংদীর বেলাবতে অপহরণের পর স্কুল ছাত্রকে হত্যা, বিচারের দাবীতে মানববন্ধন মনোহরদীতে সেতুর নিচে পড়েছিল যুবকের বস্তাবন্দি লাশ মহানবী (সা.)-কে অবমাননার দায়ে পপতারকার মৃত্যুদন্ড

মনোহরদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত এবং ৩ টি গাড়ি ভাংচুর হয়েছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার চালাকচর বাজারে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলো, ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, মিজানুর রহমান, আ: মোতালিব, মোস্তফা হোসেন, আল আমিন, ফাহিম, ফাহিম, রায়হান উদ্দিন শিপন, নাজমুল আলম মিতুল, মুখলেছুর রহমান, আলমগীর হোসেন, আকাশ।

আহতদের মধ্যে ফাহিমের অবস্থা গুরুতর থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, শনিবার সকাল এগারটার দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে.কর্ণেল জয়নুল আবেদীন নেতা কর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করার সময় সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতা কর্মীরা বাধা দেয়। এসময় দুই পক্ষের নেতা কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়। এবং জয়নুল আবেদীনের গাড়ি সহ আরও অন্তত ৩ টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, এবিষয়ে এখনো আমি তেমন কিছু জানি না।

ঘটনার বিষয়ে লে.কর্ণেল জয়নুল আবেদীন জানান, চালাকচর বাজারে আমার শান্তিপূর্ণ গণসংযোগে কিছু উশৃংখল যুবক আমার গাড়ি এবং নেতা কর্মীদের উপর হামলা করে। হামলায় আমার গাড়ি ভাংচুর করা হয় এবং ৫ জন নেতাকর্মী আহত হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুয়েল হোসেন জানান, ঘটনার বিষয়ে জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছি। এবিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT