1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শতভাগ জিপিএ ৫ পেয়ে দেশসেরা নরসিংদীর এনকেএম স্কুল রায়পুরায় মোবাইল কোর্টে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা আদায় পলাশের যুবদল নেতা মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার রায়পুরা ম্যারাথনের প্রস্তুতি ও রেজিষ্ট্রেশন শুরু করেছে আয়োজক কমিটি নরসিংদীতে ট্রেনের ভিতরে যাত্রীকে হত্যা: পালিয়ে থাকা অভিযুক্ত আসামি গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পলাশের আহসানুরের ব্রেন স্টোকে মৃত্যু এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ জুলাই খন্দকার আইটির কর্ণধার, খন্দকার মোঃ আলমগীর হোসেন এর জন্মদিন আজ পলাশের ডাঙ্গায় সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসী ভাইয়ের লাশ আনার পথে দুর্ঘটনায় আরও দুই ভাইয়ের মৃত্যু

মনোহরদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত এবং ৩ টি গাড়ি ভাংচুর হয়েছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার চালাকচর বাজারে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলো, ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, মিজানুর রহমান, আ: মোতালিব, মোস্তফা হোসেন, আল আমিন, ফাহিম, ফাহিম, রায়হান উদ্দিন শিপন, নাজমুল আলম মিতুল, মুখলেছুর রহমান, আলমগীর হোসেন, আকাশ।

আহতদের মধ্যে ফাহিমের অবস্থা গুরুতর থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, শনিবার সকাল এগারটার দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে.কর্ণেল জয়নুল আবেদীন নেতা কর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করার সময় সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতা কর্মীরা বাধা দেয়। এসময় দুই পক্ষের নেতা কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়। এবং জয়নুল আবেদীনের গাড়ি সহ আরও অন্তত ৩ টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, এবিষয়ে এখনো আমি তেমন কিছু জানি না।

ঘটনার বিষয়ে লে.কর্ণেল জয়নুল আবেদীন জানান, চালাকচর বাজারে আমার শান্তিপূর্ণ গণসংযোগে কিছু উশৃংখল যুবক আমার গাড়ি এবং নেতা কর্মীদের উপর হামলা করে। হামলায় আমার গাড়ি ভাংচুর করা হয় এবং ৫ জন নেতাকর্মী আহত হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুয়েল হোসেন জানান, ঘটনার বিষয়ে জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছি। এবিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT