নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদী উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) এম এ মোহাইমিন আল জিহানের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, সহ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন খান, মনোহরদী রিপোর্টাস ক্লাবের সহ সভাপতি মাসুদুর রহমান, মনোহরদী রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বাকি বিল্লাহ, সংগ্রামের মনোহরদী প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান খান, জনকন্ঠের প্রতিনিধি ইমাম হোসেন রিপন, যুগান্তরের প্রতিনিধি হারুন অর রশিদ, আমার সংবাদের প্রতিনিধি খাদেমুল ইসলাম, মোবারক
হোসেন।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মনোহরদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউর রহমান, স্বাধীন বাংলার প্রতিনিধি নূরুল আমিন ফরাজি, বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি সুজন বর্মন দীপ, সিএনএন বাংলার প্রতিনিধি তানভীর আহম্মেদ, নরসিংদী ডট টিভির প্রতিনিধি সুমন মিয়া।
নরসিংদীর কন্ঠস্বর /এস হোসেন