মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বিসিক শিল্পনগরীতে চৌধুরী নীটওয়ার লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫৩ জন শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে। আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার উদ্যেগে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বিসিক শিল্প নগরী জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা।
আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার সভাপতি মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মোল্লা, শিল্পপতি মীর মো: রোমান মিয়া, আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের উপদেষ্টা ভিপি গোলাম রাব্বানী, সাবেক ছাত্রনেতা রিপন রিকাবদার, মান্নান ভূঁইয়া পরিষদের প্রচার সম্পাদক খোরশেদ আলম মিয়াজী, সাবেক শ্রমিক নেতা মমিন মোল্লা। এছাড়াও স্থানীয় রাজন নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২০০০ সালের ২৫ নভেম্বর চৌধুরী নিটওয়ার লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৩ জন শ্রমিক নিহত হয়। নিহত শ্রমিকদের স্বরণে প্রতিবছর আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করে করে থাকে।