নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে একই জমি চারজনের কাছে বিক্রি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতা কায়সার ই আলম প্রধানকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্টেট ৩য় আদালতের বিচারক মো. মেশকাতুল ইসলাম তার জামিন আবদেন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত কায়সার ই আলম প্রধান বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের আব্দুল গফুর মাস্টারের ছেলে। তিনি জুপিটার পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক। একই সাথে তিনি বঙ্গবন্ধু জয় বাংলা লীগ কেন্দ্রীয় কমিটি প্রেসিডিয়াম সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের আরিফুর রহমান কায়সারের কাছ থেকে উজিলাব মৌজায় ৯.২৫ শতাংশ জমি কেনার কথাবার্তা হয়। তারা জমির মূল্য ২৮ লাখ টাকা নির্ধারন করে। পরে কথামত আরিফুর দুই ধাপে ২৩ লাখ টাকা পরিশোধ করে। পরে ২০২৩ সালের ২৩ অক্টোবর কায়সার আলম দলিল রেজিষ্ট্রেশন করার জন্য বেলাবো সাব রেজিঃ অফিসে গিয়ে দলিল সম্পাদনের জন্য ১০ পাতা স্ট্যম্পে স্বাক্ষর ও টিপসই করেন। কিন্তু সাব রেজিঃ অফিসে রেজিষ্ট্রেশন না করে দিয়ে সেখান হইতে কৌশলে চলিয়া আসে। পরে জানা যায়, উক্ত জমি আরো চারজনের কাছে বিক্রি করেছেন। তাঁর জালিয়াতির কথা জানতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে কায়সার তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়।
পরে আরিফুর রহমান নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেটের বেলাব আমলী আদালতে কায়সার ই আলম প্রধানকে প্রধান আসামী করে ৪ জনের নামে প্রতারণার মামলা দায়ের করেন। এ ঘটনায় আদালত বেলাব থানাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিলে বেলাব থানার এস আই আজিজুল ইসলাম ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন জমা দেন।
পরে আসামীদের সমন জারি করা হলে কায়সার ও ৪ নাম্বার আসামী নাজমুল ইসলাম সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত সকল কিছু পর্যালোচনা করে তার সংশ্লিষ্টটা পাওয়ায় কায়সারকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। আর নাজমুলের জামিন মঞ্জুর করে বাকী দুই আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।
বাদী পক্ষের আইনজীবী এ্যাড. খন্দকার হালিম বলেন, বাদী সরল বিশ্বাসে জমি কেনার জন্য তাকে টাকা দিয়েছে। কিন্তু সে বাদীর কাছ থেকে জমি বিক্রির টাকা নিয়েও আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। আমরা আদালতে তার সই করা সকল আসল ডকুমেন্ট উপস্থাপন করেছি। যার ফলে বিজ্ঞ আদালত সকল কিছু বিবেচনা করে তাকে কারাগারে প্রেরণ করেছে।