মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : বিদ্যালয়ে অনুপস্থিত, ফাইলপত্র হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সৈয়দ নগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) শিবপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবদুস সাত্তার।
উল্লেখ্য, নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক মজিবুর রহমানের অপসারণের দাবিতে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে এবং সকল পরিক্ষা ও ক্লাস বর্জন করে বিদ্যালয়ে তালা দেয় শিক্ষার্থীরা। পরে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. সজিব, সেনাবাহিনী ও পুলিশ এসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে ক্লাসে ফিরে শিক্ষার্থীরা।
এদিকে প্রধান শিক্ষক মজিবুর রহমান শারীরিক অসুস্থতা দেখিয়ে দফায় দফায় ছুটি নিতে থাকে এবং বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে রাখে। কাগজপত্র ফেরত চেয়ে বার বার যোগাযোগ করলেও তিনি কর্ণপাত করেনি। এরই প্রেক্ষিতে গত ২৩ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউএনও শাহ মোঃ সজিব এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেনসহ বিদ্যালয়ের ১৩ জন শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সাত্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।