1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শতভাগ জিপিএ ৫ পেয়ে দেশসেরা নরসিংদীর এনকেএম স্কুল রায়পুরায় মোবাইল কোর্টে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা আদায় পলাশের যুবদল নেতা মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার রায়পুরা ম্যারাথনের প্রস্তুতি ও রেজিষ্ট্রেশন শুরু করেছে আয়োজক কমিটি নরসিংদীতে ট্রেনের ভিতরে যাত্রীকে হত্যা: পালিয়ে থাকা অভিযুক্ত আসামি গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পলাশের আহসানুরের ব্রেন স্টোকে মৃত্যু এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ জুলাই খন্দকার আইটির কর্ণধার, খন্দকার মোঃ আলমগীর হোসেন এর জন্মদিন আজ পলাশের ডাঙ্গায় সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসী ভাইয়ের লাশ আনার পথে দুর্ঘটনায় আরও দুই ভাইয়ের মৃত্যু

শিবপুরে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে কোন প্রকার বিশৃঙ্খলা ব্যাতীত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সকলের অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব পালন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শিবপুর উপজেলার সকল সনাতনী পূজারীরা।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বানিয়াদি সার্বজনীন ভক্ত মন্দিরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বানিয়াদি সার্বজনীন ভক্ত মন্দিরের সভাপতি ক্ষিতিশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালামিয়া), উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, সার্বজনীন ভক্ত সংঘ মন্দির কমিটির সাধারন সম্পাদক নিখিল চন্দ্র পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক লিটন বর্মন, সদস্য সচিব উজ্জল চন্দ্র বর্মন , বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরুণ মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আমিন রিকাবদার জাহান ও বাবু শংকর চন্দ্র পাল প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ ও পূজারীরা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শিবপুর উপজেলার ৬৯ টি পূজামণ্ডপে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সাম্প্রদায়িকতা বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ দুর্গাপূজা উদযাপিত হয়েছে। সকলের সহযোগিতার ফলে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দুর্গাপুজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT