এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের সংবর্ধনা ও চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদান করলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ১১ জনের পরিবারকে সমবেদনা জানাতে শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির নেতা সাজেদুল ইসলাম বাবুল।
এসময় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের কারনেই হাসিনা সরকার দেশ ছেড়েছে এবং মানুষ তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারছে। আজকে সবাই বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। যাদের কারণে আমরা এতকিছু পেয়েছি সেইসকল ছাত্রদের পাশে আমরা বিএনপি পরিবার সবসময় থাকবো।
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, উপজেলা যুব দলের সাবেক আহবায়ক আমজাদ হোসেন আমজাদ, সদস্য সচিব নূর আহম্মেদ চৌধূরী মানিক, যুগ্ম সম্পাদক মো: হমায়ুন কবির সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।