আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন নরসিংদী-৪ ( বেলাব-মনোহরদী) আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি উপজেলার ২১টি পূজা মন্ডপে দলীয় নেতা কর্মীদের নিয়ে পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রাশেদুল ইসলাম লাল মিয়া, সাবেক সভাপতি আব্দুল বাছেদ (মাষ্টার), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।