মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদ শিবপুর উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতের ইটাখোলা বুশরা হোটেল এন্ড রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র উপদেষ্টা ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. বজলুল গনি ভূইয়া, পরিষদের উপদেষ্টা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।
শিবপুর উপজেলা শাখার সমন্বয়ক মোমেন খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বাজেট পরীক্ষক রাসেল মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য ও সেনাসদস্য শফিকুল ইসলাম কিশোর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ সাজেদুল হাসান, শিবপুর উপজেলা সহ-সমন্বয়ক নরসিংদী টিটিসির জব প্লেসমেন্ট অফিসার রুবেল রানা, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী প্রমুখ।মতবিনিময় শেষে নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে উপদেষ্টা আকরামুল হাসান মিন্টু কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।