1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

শিবপুরে ডাকাতসহ ৮ জনকে ধরে পুলিশে দিল জনতা

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বিল্ডিং নির্মাণ সামগ্রী ডাকাতি করতে গেলে ছয়জন ডাকাত এবং দুইজন গরু চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সারে তিনটায় উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাসিরদিয়া গ্রামে ছয়জন ডাকাত এবং জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামে দুই চোর আটকের ঘটনা ঘটে।

আজ শনিবার দুপুরে শিবপুর মডেল থানায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন এতথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, ঘাসিরদিয়া গ্রামের রমজান মিয়ার বাড়িতে বিল্ডিং নির্মাণের জন্য রাখা বিভিন্ন নির্মাণ সামগ্রী ডাকাতি করতে গেলে বাড়ির লোকজন টের পেয়ে যায়। এসময় তাদের ডাক চিতকারে আশেপাশের লোকজন এসে ডাকাত দলের ছয়জনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় আটককৃত ডাকাতদের কাছ থেকে একটি ট্রাক, একটি কাটার মেশিন ও লোহার রড উদ্ধার করে পুলিশ।

অন্য দিকে জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামে বাচ্চু মিয়ার বাড়িতে গরু চুরি করার সময় দুই চোরকে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা। এসব ঘটনায় শিবপুর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT