1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে সংস্কার ছাড়া নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে: মুফতি ফয়জুল করীম নরসিংদীতে স্বৈরাচার হাসিনার ফাঁসির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল দালালের খপ্পরে রাশিয়ায় গিয়ে মৃত্যুর মুখে পলাশের যুবক, ফিরিয়ে আনার আকুতি শাহাবাগে শিক্ষকদের অবরোধে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রায়পুরায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর জাতীয় নাগরিক কমিটির পলাশ রাইজিং মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবপুরের ৪নং কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বিএনপি নেতা সুলতান উদ্দিন মোল্লার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : মঈন খান নরসিংদীর বেলাবতে শিশুদের জন্য ফ্রী হৃদরোগ সেবা প্রদান

দক্ষিণ কোরিয়ায় সাগরে ডুবে বেলাব’র যুবকের মৃত্যু

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭২ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বন্ধুদের সাথে সাগর পাড়ে গোসল করতে নেমে সাগরের পানিতে তলিয়ে গিয়ে সাকিবুর রহমান সঞ্জিব (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাকিবুর রহমানের বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন দড়িকান্দি গ্রামের মোঃ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে।

২০২০ সালে সরকারি ভাবে ইপিএস এর আওতায় তিনি দক্ষিণ কোরিয়ায় যান সাকিবুর রহমান সঞ্জিব। গত কয়েক দিন পূর্বে তিনি ছুটি কাটিয়ে বাড়ি থেকে দক্ষিণ কোরিয়ায় তার কর্মস্থলে যান। সোমবার ছুটির দিন থাকায় সে তার বন্ধুদের সাথে দক্ষিণ কোরিয়ার বুসান শহরের সমুদ্রে যান। পরে সবাই মিলে সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে তীব্র স্রোতে সাকিবুর রহমান সঞ্জিব তলিয়ে যান। পরে সমুদ্রের উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করেন। দক্ষিণ কোরিয়ার সময় আনুমানিক ৫ টায় এ ঘটনা ঘটে।

সমুদ্রের পানিতে তলিয়ে মৃত্যুর খবর পাওয়ার পর থেকে থামছে না পরিবারের আহাজারি। বারবার মূর্ছা যাচ্ছেন নিহতের বাবা-মা সহ অন্যান্য আত্মীয় স্বজনরা।

নিহত সাকিবুর রহমানের চাচা আতিকুর রহমান জীবন বলেন, সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তারা জানতে পারেন সাকিবুর রহমান সঞ্জিব বন্ধুদের সাথে সাগরে গোসল করতে নেমে হঠাৎ করে স্রোতের সাথে তলিয়ে যায়। পরে সেখানের উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করেন।

নিহতের ভাগিনা কামরান হোসাইন শান্ত জানান, সেখানে সরকারি ছুটি থাকায় তারা কয়েকজন মিলে সাগরে গোসল করতে নামে। আমার মামা সহ আরও কয়েকজন সাতার কাটতে কাটতে সমুদ্রের গভীরে চলে গেলে ঢেউ এর স্রোতে তলিয়ে যান। তার সাথে থাকা অন্যরা তীরে আসলেও সে আসতে পারেনি। তারা লাশ বর্তমানে সেখানে একটি হাসপাতালে রাখা আছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT