নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের নির্দেশে ফেনীর পশুরাম উপজেলার বিভিন্ন স্থানে বন্যাকবলিত সাড়ে ৩ শত মানুষের মাঝে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে নরসিংদীর পলাশ থানা ছাত্রদল।
আজ বুধবার (২৮ আগস্ট) দিনব্যাপী ফেনীর পশুরাম উপজেলার চিখলিয়া ইউনিয়নে পলাশ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম খান ও যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সজিবের নেতৃত্বে এ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, সয়াবিন তেল, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, বিস্কুট, মোমবাতি, ও দিয়াশলাইসহ বারো ধরনের পণ্য সামগ্রী।
এসময় পলাশ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম খান বলেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ড. আবদুল মঈন খান স্যারের নির্দেশনায় বন্যাকবলিত বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের সাধ্য অনুযায়ী তাদের মাঝে উপহার ও নগদ অর্থ বিতরণ করেছি। এই দুর্যোগে যেন তারা নিত্যপ্রয়োজীয় পণ্য হাতে পেয়ে জীবন ধারণে কষ্ট কমে আসে সেই লক্ষ্যেই আমরা আজ তাদের পাশে এসব উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি।