আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ আগষ্ট) বৃহস্পতিবার বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডের দাহাব রেস্টুরেন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মোঃ কামাল হোসেন।
এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সহ-সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,নরসিংদী জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোঃ খোশেদ আলম,জেলা যুবদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান খাঁন, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য আশিক সুজন মামুন,চর উজিলাব ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও যুবনেতা আলমগীর আহমেদ, নরসিংদী জেলা যুবদলের নেতা আবু কাশেম’সহ প্রমূখ। এসময় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্নার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।