সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশের নাদিম মিয়া (২৩) নামের এক যুবক কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে টঙ্গী থেকে সিএনজিযোগে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাদিম মিয়া পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাড়ারিয়াপাড়া গ্রামের টুটু মিয়ার ছেলে। সে টঙ্গীতে ওয়েল্ডিংয়ের কাজ করতো বলে জানান স্বজনরা।
নিহতের চাচা মিন্টু মিয়া জানান, বৃহস্পতিবার রাতে নাদিম মিয়া টঙ্গী থেকে একটি সিএনজির সামনের সিটে উঠে বসে বাসায় ফিরছিলেন। পরে সিএনজিটি রাত ৮টার দিকে কালীগঞ্জের মূলগাঁও মাদ্রাসার সামনের সড়কে পৌঁছায়৷ এসময় সেভেন রিংস সিমেন্ট কারখানার একটি কাভার্ডভ্যান ওই সড়কে ঘুরানোর সময় সিএনজির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ছিটকে পড়ে নাদিম নিহত হয়৷ সিএনজিতে থাকা চালক ও অপর যাত্রীরা আহত হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, এ ঘটনায় নিহত নাদিমের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানিয়েছেন।