সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ সোমবার।
পলাশ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জীবন ইবনে মাসুম জানান, অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরীফুল হক ও জাতীয় পার্টি থেকে এডভোকেট সারোয়ার মোল্লা।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে কারিউল্লাহ সরকার, এম এ কাইয়ুম ও এডভোকেট সাইফুল ইসলাম গাজী।
নারী ভাইস চেয়ারম্যান সদস্য পদে দুই প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও সাবেক ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকী।