মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার তেলিয়া ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হালিম সিকদার। বুধবার (১৩ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে দাতা সদস্য হয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান সেখ, সাধারণ অভিভাবক সদস্য হলেন মো: আব্দুর রাজ্জাক মোল্লা, বদিউল কাদির, মো: মোহসীন মিয়া ও রাখিল ভূইয়া। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন রুজিনা বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি হয়েছেন আছমা আক্তার বেগম ও মো: আমজাদ হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হলেন সাথী বেগম। উল্লেখিত সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। পরে নির্বাচিত সকল শ্রেণীর সদস্যদের এক সভায় সভাপতি নির্বাচনের জন্য দাতা সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান সেখ এর প্রস্তাবের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে তেলিয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হালিম সিকদারকে তেলিয়া ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।