আলমগীর পাঠান, বেলাব : সিঙ্গেলই শক্তি, সিঙ্গেলই মুক্তি, “সিঙ্গেল থাকবে যতদিন, বাঁচবে টাকা ততদিন।এই স্লোগান কে সামনে রেখে বেলাব উপজেলা সিঙ্গেল পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে বেলাব উপজেলা সিঙ্গেল পরিষদের ফেসবুক গ্রুপের ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। পরে সিঙ্গেল পরিষদের এডমিন কামরুল ও নাঈম মিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ বছরের জন্য বেলাব উপজেলা সিঙ্গেল পরিষদের কমিটির অনুমতি দেওয়া হয়। সিঙ্গেল পরিষদের কমিটি হওয়ায় তৃণমুল সিঙ্গেল নেতাকর্মীরা খুবই খুশি।
উক্ত সিঙ্গেল পরিষদের কমিটিতে ৩১ সদস্য জন সদস্য রয়েছেন। কমিটিতে সভাপতি হিসেবে নিবাচিত হয়েছেন মোঃ রবিন মিয়া। সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন মিয়া (রৌদ্রতুল্য), সাধারণ সম্পাদক আরমান প্রধান,সিনিয়র যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান অনিক, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন’সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।