শেখ মানিক : নরসিংদীর শিবপুরে ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। গত শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর পাঠান সিএনজির সামনে থেকে মাদকের এ চালানসহ ঘটনার সাথে জড়িত এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীর নাম মোঃ সরোয়ার ওরফে নয়ন (৩৭), তিনি কক্সবাজার জেলার কক্সবাজার সদর উপজেলার বিসিক মহুরীপাড়া (দক্ষিণ) পাড়ার মোঃ ইসমাইল আলম ছেলে।
শিবপুর মডেল থানার (ওসি) মো: ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবপুর মডেল থানার এসআই কাইয়ূম মাদক ব্যাবসায়ী সরোয়ার ওরফে নয়ন কে গ্রেপ্তার করেছে। তার হেফাজত থেকে মোট সাড়ে ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। শিবপুরে মাদকের ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।