আলমগীর পাঠান : নরসিংদীর বেলাব উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান উজিলাব এ আর সুফিয়া বাতেন ভূঞা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ ইং শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় মাঠে উক্ত নবীণ বরণ ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
উজিলাব এ আর সুফিয়া বাতেন ভূঞা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মোঃ নুরুল আমিন ভূঁইয়া বাচ্চুর সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মনিরুজ্জামান রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য বিষয়ক অতিরিক্ত সচিব ও প্রস্তাবিত নরসিংদী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সামসুজ্জামান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ,বিশিষ্ঠ্য লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ, প্রস্তাবিত নরসিংদী মেডিকেল কলেজের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ডাঃ গোলাম দস্তগীর, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা,
অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আঃ খালেক মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, জমিদাতা ও প্রধান শিক্ষক ( অবঃ) মোঃ ছানা উল্লা ভূইয়া,অগ্রণী ব্রিকস্ এন্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোঃ ফজলুল করিম খান,দাতা সদস্য শহিদুল ইসলাম ভূইয়া,রাসেল ভূইয়া’সহ বিদ্যালয়ের দাতা সদস্য, পরিচালনা কমিটি, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।
বিশিষ্ঠ সমাজ সেবক হাজী মোঃ লিয়াকত আলী ভূইয়া পৃষ্ঠপোষকতায় এবং বিদ্যালয়ের সভাপতি মোঃ নুরুল আমিন ভূইয়া বাচ্চুর সার্বিক ব্যবস্থায় ষষ্ঠ শ্রেণির সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়।