নিজস্ব প্রতিবেদক : নরসিংদী পলাশে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীরা। রবিবার সন্ধ্যায় উপজেলার খানেপুর বাজার এলাকায় গনসংযোগ করেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস – চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট সাইফুল ইসলাম গাজী।
এডভোকেট সাইফুল ইসলাম গাজী উপজেলার জিনারদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্য।
এবার দল থেকে দলীয় কোন প্রার্থী না দেওয়ার কথা ঘোষণার পর থেকে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ করে গরীব দু:খী মানুষের পাশে থাকতে চান তিনি।