এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ব্যাংকিং সেবাকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে নরসিংদীর রায়পুরা উপজেলায় অগ্রণী ব্যাংক পিএলসি. এর রায়পুরা বাজার শাখা নামে অগ্রনী ব্যাংকের ৯৭৫ তম নতুন একটি শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে রায়পুরা ডাক বাংলা অফিসের সামনে এ ব্যাংকের শাখাটির উদ্বোধন করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু।
ব্যাংকের মহা ব্যাবস্থাপক মো: শামসুল আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর, উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, ইউপি চেয়ারম্যান, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।