শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে অনুদান (প্রণোদনা) এর অর্থ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
বিদ্যালয়ের, অতি দরিদ্র শিক্ষার্থী ১৫ জন প্রত্যেককে ৫০০০/ (পাঁচ হাজার) টাকা করে মোট ৭৫০০০/ (পঁচাত্তর হাজার) টাকা বিতরণ করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া।
এসময় উপস্থিত ছিলেন চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী বশির আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ভূঁইয়া। এসময় অভিভাবক সদস্য ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। অনুদান প্রাপ্ত শিক্ষার্থীরা অর্থ পেয়ে খুবই আনন্দিত। শিক্ষার উপকরণের কাজে এ অর্থ ব্যয় করবে বলে জানান তারা।