এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরা আসনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী রাজিউদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম মূল প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এ আসনে লড়াই করে পরাজিত হয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান।
নির্বাচন পরবর্তী সহিংসতায় রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর এলাকায় নৌকার সমর্থকদের ৬টি বাড়ি ও একটি দোকান ভাঙচুর সহ গবাদি পশু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই এলাকার স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থকদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলার উত্তর বাখরনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভুক্তভোগী মুজিবুর মিয়া জানায়, ভোট দিতে যাওয়ার সময় ঈগল প্রতিকের সমর্থকরা তাদের বাঁধা সৃষ্টি করে। বাঁধা উপেক্ষা করেই কয়েকজন কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেয়। এ নিয়েই দ্বন্দ্ব সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে বাড়িতে কেও ছিলোনা। এ সুযোগে ঈগলের সমর্থক কয়েকজন এসে বাড়িঘর কুপিয়ে ভাঙচুর চালিয়ে লুটপাট করেছে, এতে করে আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে সন্ধ্যায় থানায় অভিযোগ দেওয়ার কথাও জানান তিনি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভোটের দিনের পর থেকেই স্বতন্ত্র প্রার্থীর লোকেরা একাধিকবার বাড়িঘরে হামলার চেষ্টা করেছে।