মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে নতুন বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করা হয়। অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ মো: সজীব নতুন বই বিতর উৎসব উদ্বোধন করেন।
বই বিতরণ উৎসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলতাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ রুহুল ছগীর, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মো: আলমগীর প্রমুখ।