1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

পলাশে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ বার

মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠতি হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার মোজামেল হক মন্টু, পলাশ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন প্রমুখ।

এদিকে সন্ধায় গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিতে প্রদীপ প্রজ্বলন ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT