মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ৩ শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপজলার শ্রেষ্ঠ ৩ জন জয়িতাদেরকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো: সজীব। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, শ্রেষ্ঠ জয়িতা বাসন্তী রানী দাস প্রমুখ।
উপজলার ৩জন শ্রেষ্ঠ জয়িতারা হলন, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী লাভলী বগম, সফল জননী বাসন্তী রানী দাস, অর্থনতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মুন্নি আক্তার।