শিবপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নরসিংদী-৩ শিবপুর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রোটারিয়ান মোঃ বশিরুল ইসলাম বশির। তিনি নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবং তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের প্রতিষ্ঠাতা। রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
জানা যায়, বশিরুল ইসলাম বশির দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ, প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। বিগত দিনে তিনি অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ, এতিম শিশু, অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান, দরিদ্র ও অসহায়দের খাদ্য বিতরণ করেছেন।
করোনাকালীন সময়ে তিনি নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন, দরিদ্র অসহায়দের খাদ্য সামগ্রী ও নগদ টাকা প্রদান করেছেন। উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠানে ও সেবা মুলক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেন। ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা উপলক্ষে তিনি উপজেলার সকল এলাকার দরিদ্র ও অসহায়দের খাদ্য সামগ্রী ও নগদ টাকা প্রদান করেছেন।
তিন বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে শিবপুর উপজেলাবাসীর মনে জায়গা করে নিয়েছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী বশির বলেন জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে, সোনার বাংলা গড়ে তুলতে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।আমি শিবপুর উপজেলাবাসীর সেবক হয়ে সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। শিবপুরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।