নিজস্ব প্রতিবেদক : ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে যারা মনোনয়ন কিনেছেন তারা হলেন- বর্তমান এমপি জহিরুল হক ভুঁইয়া মোহন, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল,
নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম বশির, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুল হাসান, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ,
মহিলা আওয়ামী লীগ নেত্রী মোহসীনা জান্নাত রিমি, সাবেক এমপি প্রয়াত রবিউল আওয়াল খান কিরণের ছেলে ফজলে রাব্বি খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল কবির সাহিদ ও মাসুদ হায়দার।