এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পায়েল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল আসে নিহতের স্বজনরা৷ তারা জানায়, পায়েল তার বন্ধুর মোটরসাইকেল নিয়ে ভৈরব যাবে বলে বাড়ি থেকে বের হয়।
নিহত পায়েল রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর নগর (রামনগর) গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, অতিরিক্ত গতিতে আসা ভৈরবগামী একটি মোটরসাইকেল মাহমুদাবাদ নামাপাড়া পুরাতন ব্রহ্মপুত্র নদীর ব্রীজ থেকে ২০০ গজ পশ্চিমে মহাসড়কের পাশের পিলারের সাথে ধাক্কা লাগে। তখন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাথে সাথেই পায়েলের মৃত্যু হয়। নিহত পায়েলের মাথায় হেলমেট ছিল না।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ভৈরব হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. সাকের আহমেদ সাংবাদিকদের জানান, দুপুর সাড়ে ১২ টায় ফোনে দূর্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ আসে। এসে মোটরসাইকেল আরোহীকে মৃত অবস্থায় দেখতে পাই।লাশ ও মোটরসাইকেল থানায় পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।