সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় সাফা মারওয়া ট্রাভেলস, নূরে হারমাইন হজ্ব এভিয়েশনের ঘোড়াশাল শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে ঘোড়াশাল বাজারের লাক্সারি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই হজ এভিয়েশন শাখার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ ও সাফা মারওয়া ট্রাভেলস, নূরে হারমাইন হজ্ব এভিয়েশনের ঘোড়াশাল শাখার পরিচালক মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাফা মারওয়া ট্রাভেলস, নূরে হারমাইন হজ্ব এভিয়েশনের পরিচালক আলহাজ্ব মাওলানা সাইয়্যেদ শাহজালাল মোজাহেদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, সাবেক মেয়র ও ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শরীফুল হক, পৌর কাউন্সিলর মো: ফরহাদ হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম পলাশ মাদ্রাসার মুহতামিম মুফতি যোবাইর আহমদ ভৈরবী, পলাশের হালিমা সাদিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আব্দুর রহিম কাশেমী প্রমুখ। শেষে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত।