আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে ইজরাইলী আগ্রাসন ও নির্বিচারে বোমা হামলা চালিয়ে নারী ও শিশু হত্যা বন্ধের দাবীতে এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনের নির্যাতিত মজলুম মুসলমান পক্ষে সংহতি প্রকাশ করে বেলাবতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা বারৈচা বাসস্ট্যান্ডে বেলাব উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা এই বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের আয়োজন করে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বারৈচা নুরে মদিনা মাদ্রাসার মুহতামিম ও রহিমের কান্দি জামে মসজিদের খতীব হযরত মাওলানা মুফতি মোঃ মাকবুল হোসেন, দুলাল কান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি হোসাইন আহমদ, নিলক্ষীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি ইলিয়াস আহমেদ, চর উজিলাব বাজার মসজিদের খতীব মাওলানা বিল্লার হোসেন, যুবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মোঃ সোহরাব হোসাইন প্রমুখ। এসময় হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, ফিলিস্তিনের সাধারণ মুসলিমদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। তারা বিশ্ব নেতাদের ফিলিস্তিনের পক্ষ দাঁড়ানোর অনুরোধ জানান।