এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় একটি ড্রেজার মেশিন আটক করেছে এলাকাবাসী। শুক্রবার ভোরে উপজেলার চানপুর এলাকা থেকে ড্রেজারটি আটক করা হয়। পরে এটিকে পুলিশের হেফাজতে ওইদিন বিকালেই ঘটনাস্থল থেকে সড়িয়ে পান্থশালা ঘাটে এনে তালা লাগিয়ে রাখা হয়।
ড্রেজার আটকের বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন। মুঠোফোনের মাধ্যমে তিনি বলেন, বালু তোলার দায়ে আটককৃত ড্রেজারের মালিক পক্ষকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। টাকা দিতে ব্যর্থ হলে নিয়মিত আইনে থানায় মামলা করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ৯ থেকে ১০টা ড্রেজার দিয়ে উপজেলা চানপুরের মেঘনা পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। পরে শুক্রবার ভোরে চানপুর ও কালিকাপুর এলাকাবাসী কয়েকটি নৌকা নিয়ে একটি ড্রেজারটি আটক করেন। পরে ড্রেজার আটকের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে বিকালে ড্রেজারটিকে পান্থশালা ঘাটে এনে পুলিশের হেফাজতে রাখা হয়।