জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : শক্রবার (১৫ সেপ্টেম্বর) জুম্মা নামাজের সময় মসজিদের কমিটির হাতে ঘোড়াদিয়া সংগিতা এলাকার যুবকদের সামাজিক সংগঠন ইনসানিয়াত ফাউন্ডেশন এর উদ্যোগে সংগিতা বাজার সংলগ্ন বায়তুল ইসলাম জামে মসজিদে অর্থ প্রদান করা হয়েছে।
এই সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন রুবেল ভূইয়া , মোহাম্মদ ইমরান , রোমান পাঠান, জিসান রহমান, রেজাউল হক, সাইফুল ইসলাম , মারুফ হাসান, এজাজ,রুবেল মিয়া, সুজন, রুহুল আমিন, মোমেন ,শাহীন, শরিফ আহাম্মেদ, নাজমুলসহ মসজিদের মুসল্লি ব্যাক্তিবর্গ। এই সংগঠন সামাজিক কাজে সহযোগিতা করার জন্য এক ঝাক বন্ধু মিলে তৈরী করা হয়েছে।