আশরাফুল ইসলাম সবুজ : নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়র সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব মঞ্জুর এলাহীর সঞ্চালনায় ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম এ জলিল (ভিপি) এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মনোরহদী উপজেলা বিএনপি’র আহ্বায়ক সরদার শওকত হোসেন বকুল, রায়পুরা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, নরসিংদী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন,
জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, সংরক্ষিত মহিলা আসেন সাবেক এমপি রোকেয়া আহমেদ লাকি, শহর বিএনপি’র আহ্বায়ক গোলাম কবির কামাল, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এড: আবদুল বাসেদ ভূইয়া, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা মহিলা দলের সভাপতি এডঃ উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদসহ জেলা, সদর থানা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার বাক স্বাধীনতা হরন করে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করছে।
সারাদেশ বিএনপির শতশত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে রেখে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে আগামী নির্বাচন দিতে হবে। নয়তো কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুন:রুদ্ধার করা হবে।