1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

ঘোড়াশালে অভিযান, ১২০০০০ টাকা জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৪৩১ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন স্থানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে দুই খাদ্য পণ্য তৈরির ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।এসময় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য তৈরি, খাদ্য দ্রব্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং পণ্যে মোড়ক ব্যবহার না করার অপরাধে কুমারটেক এলাকার দেশ ফুড বেকারীর মালিক দেলোয়ার হোসেনকে ৭০ হাজার টাকা ও উত্তর চারপাড়ার তিতাস বেকারীর মালিক হানিফ মিয়াকে ৫০ হাজারসহ মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক মাহমুদুল রহমান ও পলাশ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, জনস্বার্থে ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরণের অভিযান পলাশ উপজেলায় অব্যাহত থাকবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT