1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

রায়পুরায় বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৮৮ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় একটি মাদরাসায় বালতির পানিতে ডুবে আবু তালহা নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের বড়চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু তালহা বড়চর তালিমুননিসা মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল রশিদের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন উত্তর বাখর নগর ইউপি সদস্য মো. রহমত আলী।

স্থানীয় সূত্র জানায়, বড়চর তালিমুননিসা মহিলা মাদরাসার পাশে একটি ঘরে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে থাকতেন আব্দুল রশিদ। মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল তিনি। আজ বুধবার সকালে শিশু তালহা মাদরাসার সীমানার ভেতরে খেলা করছিল। এ সময় তার মা-বাবা কাজে ব্যস্ত ছিলেন। তখন সবার অগোচরে টিউবওয়ের পাশে থাকা পানি ভরা বলতিতে উপুড় হয়ে পড়ে যায় তালহা। পরে সেখানে শিশুটির মৃত্যু হয়।

রায়পুরার উত্তর বাখর নগর ইউপি সদস্য মো. রহমত আলী বলেন, খেলার ছলে বালতির ভেতর পড়ে যায় শিশু তালহা। বালতির ভেতর পানি থাকায় তার মৃত্যু হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT