1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে আল ইনাসাফ সমাজ কল্যাণ সংস্থার ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় নরসিংদীতে গুমের শিকার ছাত্রদল নেতাকর্মীদের মুক্তি দাবিতে মানববন্ধন নরসিংদীতে অর্থনৈতিক শুমারির উদ্বোধন বেলাবতে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ তিনজন গ্রেপ্তার রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত মুক্তিযুদ্ধের সংগঠক পলাশের আবদুল হাসিমের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন পলাশে মঈন খানের নির্দেশে দেয়ালে গ্রাফিতির উপর লাগানো পোস্টার অপসারণ নরসিংদীতে মরহুম কামাল মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টিপু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন নরসিংদীর বেলাবতে পুত্রবধূকে ধর্ষণ, শশুর গ্রেপ্তার

শিবপুরে আল-হেরা একাডেমি এন্ড হাইস্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৫৯ বার

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলের ২৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি, সংবর্ধনা প্রদান ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদে শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় তাদের বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে খুব ভালো লেগেছে বলে জানায় শিক্ষার্থীরা।

সোমবার (৭ আগস্ট) দিনব্যাপী আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলের মাঠে বিজ্ঞান মেলা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি প্রাপ্ত ২৬ জন শিক্ষার্থী কে সংবর্ধনা দেওয়া হয়। কোটা অনুযায়ী দুইজন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তারা দুজনই ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে।

এ বি বৃত্তি ফাউন্ডেশন কর্তৃক ২০২২ সালের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ট্যালেন্টপুল ৮ জন সহ ২৬ জন বৃত্তি পেয়েছে। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা বৃত্তির সনদপত্র বিতরণ করা হয়।

আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন।

প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সঞ্চালয়নে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিনা রাণী সরকার, আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুল ম্যানেজিং কমিটি সভাপতি শহিদুল্লাহ রিকাবদার, সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুউদ্দিন আহম্মেদ দর্জি প্রমুখ। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT